চার বছর পর পাকিস্তানে ফিরলেন নওয়াজ শরীফ

চার বছর পর পাকিস্তানে ফিরলেন নওয়াজ শরীফ

অনলাইন ডেস্ক

টানা চার বছর বিদেশে নির্বাসিত জীবন কাটানোর পর পাকিস্তানে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।  শনিবার (২১ অক্টোবর) দুপুরে তাকে বহনকারী প্লেনটি ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, নওয়াজকে বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত আছেন তার আইনি সহায়তাকারী দলের সদস্য ও সাবেক আইনমন্ত্রী সিনেটর আজম তাতার এবং তার রাজনৈতিক দলের নেতারা।

তারা বলেছেন, নওয়াজ তার আগমনের পরে রাজনৈতিক এবং আইনী বিষয়ে পরামর্শ করা হবে।

প্রাক্তন প্রধানমন্ত্রী অবতরণের পরে ভিআইপি লাউঞ্জে যাবেন।

তিনি নিশ্চিত করেছেন, আদালতের কর্মীরাও বিমানবন্দরে পৌঁছেছেন এবং এখন "নিরাপত্তা গ্যারান্টির আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে"।

প্রাক্তন ডেপুটি মেয়র জিশান নকভিও আইনি নথিতে স্বাক্ষর করার জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন। নওয়াজের আইনি দল তার বায়োমেট্রিক্স এবং স্বাক্ষর নিতে বিমানের ভেতরে যাবে।

তার ফ্লাইটে চড়ার আগে নওয়াজ বলেছিলেন, তিনি ফিরে আসতে পেরে খুশি। আগামী বছরের জানুয়ারিতে হতে যাওয়া নির্বাচনে তার দলের সম্ভাবনাকে পুনরুদ্ধার করতে নির্বাচনী প্রচারণা শুরু করার আগে তাকে অনেক আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

দলের নেতা ইসহাক দার বলেছেন, সমাবেশে ভাষণ দেওয়ার জন্য নওয়াজ আজ বিকেল ৫টায় মিনার-ই-পাকিস্তানে পৌঁছাবেন।

সূত্র- ডন

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক