যাদের গরু জবাই করে খাওয়াতে ইচ্ছা হয় জায়েদ খানের 

সংগৃহীত ছবি

যাদের গরু জবাই করে খাওয়াতে ইচ্ছা হয় জায়েদ খানের 

অনলাইন ডেস্ক

ঢালিউড চিত্রনায়ক জায়েদ খান। তিনি ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে টিক্কা খানের চরিত্রে অভিনয় করেছেন। এই অভিনেতা নানান সময়ে নানান কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকেন। তার নানা ধরনের কার্যক্রম নিয়ে ফেসবুকে বেশ চর্চা হয়।

তার ছবি, ভিডিও ফুটেজ নিয়ে ট্রল হয়। এসবের নিচে হাজার হাজার হাসির রিঅ্যাক্ট দেখা যায়।

তবে ট্রলের বিষয়টি তাকে প্রচুর আনন্দ দেয় বলে জায়েদ খান নিজেই জানিয়েছেন। ট্রলকারীদেরকে গরু জবাই করে খাওয়ানোর ইচ্ছা আছে বলে জানান এই অভিনেতা।

সম্প্রতি এক গণমাধ্যমে জায়েদ খান এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমার খুব ইচ্ছা, একদিন তাদের একটা গরু জবাই করে রান্না করে খাওয়াই। তারা আমাকে এত এত ট্রল করে মানুষের কাছাকাছি পৌঁছে দিচ্ছেন। যারা আমাকে চিনতেন না, তাদের চিনিয়ে দিচ্ছেন। কয়েক দিন আগের ঘটনা। আমি রামপুরা যাচ্ছিলাম, পথে আখের রস খাব। গাড়ির গ্লাস খুলেছি, এক মুরগিওয়ালা আমাকে চিৎকার দিয়ে বলে উঠলেন “আরে জায়েদ ভাই না। আসতেছি আসতেছি। ” আমি তাঁকে বললাম, “আমাকে চিনলেন কীভাবে, সিনেমা দেখেছেন?” তিনি বললেন,  “না না, মোবাইল খুললেই তো আপনাকে দেখা যায়। ” আমার অবস্থাটা এখন বোঝেন তাহলে। ’

এটাকে তাহলে কি আশীর্বাদ বলছেন- এমন প্রশ্নে জায়েদ খান বলেন, ‘আশীর্বাদ কি অভিশাপ- জানি না, তবে এতে সারা দেশে আমার পরিচিতি বেড়েছে। এসব  মানুষ আমাকে নিয়ে ভাবেন, আমাকে নিয়ে চিন্তা করেন। ’

এদিকে ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে একটি মাত্র দৃশ্যে স্বল্প সময়ের দেখা গেছে তাকে। দৃশ্যটি প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘ছবিতে যে একটি দৃশ্য আছে, হোক তা অল্প সময়ের। দৃশ্য যে আছে এতেই আমি খুশি। এটা আমার অভিনয়জীবনের অনেক বড় পাওয়া। ’

news24bd.tv/TR

এই রকম আরও টপিক