রিজার্ভ কমে ২০-২২ মিলিয়ন ডলার

সংগৃহীত ছবি

রিজার্ভ কমে ২০-২২ মিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক

দেশে এখন ২০ থেকে ২২ বিলিয়ন ডলার রিজার্ভ আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, জিনিসপত্রের দাম বাড়তি এটা আমরাও মানছি। দাম কমানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

রোববার সচিবালয়ে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, সবকিছুর দামেই ঊর্ধ্বগতি। পৃথিবীর কোনো দেশই মূল্যস্ফীতি থেকে বের হতে পারছে না। সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের অর্থনীতি চালাতে হয়।

এসময়, সর্বজনীন পেনশন স্কিম নিয়ে মানুষের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা আছে বলে জানান মন্ত্রী।

বলেন, বিশ্বের অনেক দেশেই সর্বজনীন পেনশন স্কিমের মাধ্যমে সরকার তহবিল বাড়ায়। বাংলাদেশও এখন সেই পথে হাঁটছে।

মন্ত্রী বলেন, সর্বজনীন পেনশন পর মধ্য দিয়ে বেসরকারি চাকরিজীবীরা তাদের নিরাপদ জীবন পাবেন।

এসময় অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার জানান, আজ পর্যন্ত সর্বজনীন পেনশন তহবিলে ১২ কোটি ৫৪ লাখ টাকা জমা হয়েছে। এই অর্থ দিয়ে ট্রেজারি বন্ড কিনবে সরকার।

news24bd.tv/FA