ইশতেহারে অসাম্প্রদায়িকতাকে প্রাধান্য দেবেন জি এম কাদের

ফাইল ছবি

ইশতেহারে অসাম্প্রদায়িকতাকে প্রাধান্য দেবেন জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমরা সবসময়ই অসাম্প্রদায়িক বাংলাদেশ পছন্দ করি। সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। আমাদের সংবিধানেও সকল নাগরিকের সমান অধিকার। সংখ্যালঘু বলে কোন জাতি নেই।

সবার অধিকার সমান।

তিনি বলেন, শক্তিশালী রাজনৈতিক দলগুলো ধর্মকে ব্যবহার করছে। একটি দলের নেতা বললেন, সামনের নির্বাচনকে ঘিরে একটি পক্ষ গণ্ডগোল করতে পারে। আরেকটি দল থেকে বলা হল মিথ্যে মামলা দিয়ে আমাদের গ্রেপ্তার করা হবে।

কী মেসেজ দিলেন দুই দলের নেতারা? এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সবাই ভয়ে আছে যে পূজাকে ঘিরে গণ্ডগোল হবে।

রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে জি এম কাদের বলেন, আমরা সুযোগ পেলে এই ধরনের জটিলতা রাখবো না। সবার অধিকার নিশ্চিত করার চেষ্টা করবো। আগামী নির্বাচনে আমাদের ইশতেহারেও এই বিষয় প্রাধান্য পাবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক