বিশ্বকাপ শেষ টপলির 

সংগৃহীত ছবি

বিশ্বকাপ শেষ টপলির 

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে বাংলাদেশের টপ অর্ডার একাই ধসিয়ে দিয়েছিলেন ইংলিশ পেসার রিস টপলি। এই বাঁহাতি পেসারকে বিশ্বকাপের বাকি সময় আর পাচ্ছে না ইংল্যান্ড ক্রিকেট দল। ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ তার। আঙুলের চোট নিয়ে দেশে ফিরতে হচ্ছে তাকে।

এক বিবৃতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, দ্রুতই তার বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করবে।  

শনিবার মুম্বাইতে দক্ষিণ আফ্রিকা ম্যাচের সময় নিজের বোলিংয়ে ফিল্ডিং দিতে গিয়ে তর্জনীতে ব্যথা পান টপলি। সেসময় মাঠ ছাড়লেও পরে আবার খেলতে নেমে ২ উইকেট শিকার করেন তিনি। কিন্তু ম্যাচ শেষে স্ক্যান রিপোর্ট দেখে জানা গেছে এই বিশ্বকাপে আর খেলা হবে না তার।

চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের সময়টা ভালো কাটছে না। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা খেলা চার ম্যাচের তিনটিতেই হেরেছে। এই টপলিই ৮ উইকেট নিয়ে এখন পর্যন্ত ইংলিশ ক্রিকেটারদের মধ্যে সেরা বোলার। অর্থাৎ, তার অভাব বেশ ভালো করেই ভোগাবে থ্রি লায়ন্সদের।

news24bd.tv/SHS