মৃত্যু ৬ হাজার ছাড়িয়েছে

সংগৃহীত ছবি

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ

মৃত্যু ৬ হাজার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক

গত ৭ অক্টোবর শুরু হওয়া ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে এখন পর্যন্ত উভয় পক্ষে নিহতের সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ইসলায়েলের হামলায় তাদের ৪ হাজার ৬৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ হাজার ২৪৫ জন।

এদিকে ইসরায়েল কর্তৃপক্ষ বলেছে, যুদ্ধের পর থেকে হামাসের হামলায় ইসরায়েলে ১৪শ’র বেশি মানুষ নিহত হয়েছেন।

যা দেশটির ইতিহাসে নজিরবিহীন। হামাস ইসরায়েল থেকে আরও দুইশ’র বেশি মানুষকে ধরে নিয়ে গেছে। জিম্মিদের মধ্যে ইসরায়েলি ছাড়াও অন্যান্য দেশের নাগরিকরা রয়েছেন।

অপরদিকে, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনআরডব্লিউএ জানিয়েছে, হামাস-ইসরায়েল সংঘাতের পর থেকে গাজায় তাদের ২৯ কর্মী নিহত হয়েছেন।

সংস্থাটিতে কাজ করা একজন বলেন, ‘নিহত সহকর্মীদের অর্ধেকই শিক্ষক ছিলেন। ’

গত ৭ অক্টোবর হামাসের অতর্কিতে হামলার পর প্রতিশোধ নিতে ওই দিন থেকেই গাজায় তীব্র বিমান হামলা চলাচ্ছে ইসরায়েল। সর্বশেষ রোববার তারা একটি শরণার্থী শিবিরে হামলা করেছে। এতে এখন পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।  

ইসরায়েল বিমান হামলা শুরু করলে গাজার লাখ লাখ মানুষ বাড়ি ঘর ছেড়ে ইউএনআরডব্লিউএ-র নানান প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে।

news24bd.tv/আইএএম