মিশরের কাছে ইসরায়েলের দুঃখ প্রকাশ

সংগৃহীত ছবি

মিশরের কাছে ইসরায়েলের দুঃখ প্রকাশ

অনলাইন ডেস্ক

মিশরীয় সীমান্তে হামলার পর দেশটির কাছে দুঃখ প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলছে, ‘ভুলবশত’ এ হামলা করেছে তারা।  অবরুদ্ধ গাজার পাশাপাশি লেবানন সীমান্তেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর হামলার জবাবে বিমান হামলা চালাতে গিয়ে ‘ভুলবশত’ মিশরীয় সিমান্তে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মিশরীয় সীমান্তে ইসরায়েলের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে অন্তত সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন— মিসরের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যও।  

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে গাজা উপত্যকার সীমান্তের কাছে মিশরীয় অবস্থানে আঘাত হানে তাদের ট্যাংক।

ইসরায়েলি সামরিক বাহিনী বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পর্যালোচনা করা হচ্ছে।

এর জন্য দুঃখ প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে এ নিয়ে বিস্তারিত জানায়নি তারা।

news24bd.tv/আইএএম