গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি ২৩ নভেম্বর

সংগৃহীত ছবি

গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি ২৩ নভেম্বর

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৩ আসামির বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি আগামী ২৩ নভেম্বর ধার্য করেছেন আদালত।

আজ সোমবার (২৩ অক্টোবর) কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৩ নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেন এ আদেশ দেন।

আজ আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ হাজিরা দেন।

একইসঙ্গে অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করা হয়।

এছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।

এদিন বিএনপির এ নেতার পক্ষে শুনানি করেছেন তার আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ। শুনানি শেষ না হওয়ায় আদালত তার পক্ষে ২৩ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন।

খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত: ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী চারদলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলা করেন। ওই বছরের ১৮ সেপ্টেম্বর মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরি ক্ষমতা আইনে। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।

news24bd.tv/SHS