ঐক্যফ্রন্টের তিনটি দাবি মেনে নিতে প্রস্তুত আ.লীগ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ঐক্যফ্রন্টের তিনটি দাবি মেনে নিতে প্রস্তুত আ.লীগ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা দাবির মধ্যে তিনটি মেনে নিতে আপত্তি নেই।

তিনি বলেন, একজন প্রধানমন্ত্রী বিরোধীদলের সঙ্গে সংলাপ শুরু করা বাংলাদেশে নজিরবিহীন ঘটনা। ঐক্যফ্রন্টের সাতটি দাবির মধ্যে তিনটি দাবি বাস্তবায়নে আমাদের কোনো বাধা থাকবে না।

শুক্রবার সকালে মুন্সীগঞ্জে এক অনুষ্ঠান এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এর আগে, দোগাছি এলাকায় পদ্মা সেতুর ভিজিটরস সেন্টার উদ্বোধন করেন তিনি।

আবার আলোচনার আভাস দিয়ে কাদের বলেন, সাড়ে তিন ঘণ্টা ধরে খোলামেলা আলোচনা হয়েছে। কেউ কেউ দুই-তিন বার বক্তব্য রেখেছেন। ভালো আলোচনা হয়েছে।

তারা চাইলে আবারো আলোচনা হতে পারে। দূরত্বটা বহুদিনের। টানাপোড়েনের পেছনে সেনসিটিভ কিছু ইস্যু। বিএনপি আমলে ২১ আগস্টের মতো নৃশংস ঘটনা ঘটেছে। তারপরও আমরা কম্প্রোমাইজ করেছি।

আলোচনায় অগ্রগতি হয়েছে দাবি করে তিনি আরও বলেন, সংলাপ নিয়ে আমরা আশাবাদী। অপজিশন কীভাবে রিঅ্যাক্ট করে সেটা তাদের ব্যাপার। আমি তো মনে করি না, এখানে ব্যর্থতার কিছু আছে। শুরুটা ভালো হয়েছে। দীর্ঘদিনের গ্যাপ, লং ডিস্টেন্স, এটাকে রাতারাতি ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন সম্ভব না, ক্লোজ করাও সম্ভব না। কিন্তু কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা যদি চান, ছোট পরিসরে আবারো আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রী বলেছেন, দরজা খোলা রয়েছে। তারা ফের আলোচনা চাইলে আমাদের জানাতে পারেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশরত্ন শেখ হাসিনা স্পষ্ট বলেছেন, এই ব্যাপারে কোনো আপত্তি নেই। সভা সমাবেশ তারা মুক্তভাবে করবেন। অনুমতির ব্যাপারে কোনো রকমের সমস্যা হবে না। আর বিএনপি নেতাকর্মীদের মধ্যে যাদের বিরুদ্ধে শুধু রাজনৈতিক কারণে মামলা হয়েছে, তার তালিকা দিলে সুষ্ঠুভাবে তদন্ত করা হবে।

এ সময়, পদ্মাসেতুর মূল অংশের ৭১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ৯৩০০ বর্গফুটের ভিজিটরস সেন্টারের মাল্টিপারপাস হলের আসন সংখ্যা ১২০। ইনডোর ও আউটডোর ক্যাফের ক্যাপাসিটি ১০০। এছাড়া একটি ভিআইপি কক্ষ ও একটি সভাকক্ষ রয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর