ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ ঢামেকে চিকিৎসাধীন ৫

ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ ঢামেকে চিকিৎসাধীন ৫

নিজস্ব প্রতিবেদক

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেলে একই পরিবারের চার জনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে।  

বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। আহতরা হলেন- ওই পরিবারের বাবা জীবন (৫০) ছেলে সোহাগ (৮),
মেয়ে তন্নি (১৫) এবং মা খাদিজা (৩০) আহতদের সকলের বাড়ি কিশোরগঞ্জ সদরের মাতিয়া গ্রামে।

আজ সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাদেরকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

পরে রাত সাড়ে আটটার দিকে আবুল কাশেম (৫৫) আরও একজনকে গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেলের রেসপন্স টিমের প্রধান সমন্বয়ক ওয়ার্ড মাস্টার রিয়াজউদ্দিন। তিনি জানান, ভৈরব থেকে ট্রেন দুর্ঘটনায় একই পরিবারের চার জন সহ মোট পাঁচ জনআমাদের জরুরি বিভাগে আসে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

আহত আবুল কাশেমের ছেলে নুরুজ্জামান জানান, আমার বাবা একজন বাঙারী কার্টুন ব্যবসায়ী। আজ ঢাকায় আসার পথে এই ট্রেন দুর্ঘটনায় পড়েন তিনি। কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার পশ্চিম ভাটিয়া গাঙ্গাতিয়া গ্রামে। বাবা ঢাকার গুলশানের নতুনবাজার এলাকায় থাকেন। বাবা বাম পায়ের গোড়ালিতে এবং ডান হাতে ব্যথা পায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান এখন পর্যন্ত ট্রেনের সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়ে আমাদের ঢাকা মেডিকেলে এসেছে। এদের মধ্যে শিশু সোহাগের অবস্থা আশঙ্কা জনক বলে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন। অন্যান্যদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে আমরা জানিয়েছি।

news24bd.tv/কেআই