যমুনায় ড্রেজার বন্ধের দাবিতে মানববন্ধন

ড্রেজার বন্ধের দাবিতে মানববন্ধন

যমুনায় ড্রেজার বন্ধের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলী গ্রামের অংশে যমুনা নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছে চরবাসী। আজ চরপৌলী গ্রামে যমুনা নদীর পাড়ে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- স্থানীয় মাতব্বর আ. রশিদ মন্ডল, আব্দুল জলিল, সাবেক ইউপি সদস্য শাহ আলী, মোতালেব প্রামাণিক, রেজাউল হক, মো. জাকির সরকার, ইসমাইল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারের নেতৃত্বে ৫-৬জন বালু ব্যবসায়ী যমুনা নদীর চরপৌলী গ্রামের অংশে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের ফলে উত্তর চরপৌলী, চরপৌলী মধ্যপাড়া ও দক্ষিণ চরপৌলী এলাকায় প্রায় দুই কিলোমিটার জুড়ে নদী ভাঙন তীব্রতর হয়।

ভাঙনে কয়েকশ’ মানুষ ভিটা-বাড়ি হারিয়ে অন্যত্র বসবাস করছে।

বক্তারা আরো বলেন, ইতোপূর্বে এলাকাবাসী অবৈধ ড্রেজার আটক করার পর হযরত আলী তালুকদারের পার্টনার আনিছুর রহমান স্থানীয় মাতব্বরদের কাছে ক্ষমা চেয়ে ড্রেজার নিয়ে যায়। পরে আবার ড্রেজার দিয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এলাকার যুবকরা প্রতিবাদ করলে হযরত আলী চেয়ারম্যান মেরে ফেলার ভয় দেখায়।

তারা ড্রেজার দিয়ে যমুনার চরপৌলী অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

(নিউজ টোয়েন্টিফোর/আতিকুর/তৌহিদ)

সম্পর্কিত খবর