‘তত্ত্বাবধায়ক সরকার থেকে কোনোদিনই নিরপেক্ষ আচরণ পাইনি’

কী হবে ২৮ অক্টোবর?

‘তত্ত্বাবধায়ক সরকার থেকে কোনোদিনই নিরপেক্ষ আচরণ পাইনি’

অনলাইন প্রতিবেদক

মহাসমাবেশের ঘোষণা দিয়ে রাস্তায় বিএনপি। রাজধানীতে জড়ো হচ্ছে দলের নেতাকর্মীরা। পিছিয়ে নেই ক্ষমতাসীন আওয়ামী লীগও। বিএনপির সমাবেশের দিনে পাল্টা কর্মসূচির কথা জানিয়েছেন দলের সিনিয়র নেতারা।

স্বাভাবিকভাবেই এখন জনমনে প্রশ্ন- কী হবে আগামী ২৮ অক্টোবর?

মঙ্গলবার (২৪ অক্টোবর) নির্বাচন নিয়ে নিউজ টোয়েন্টিফোরের নিয়মিত টক শো ইনসাইড পলিটিক্সে অংশ নিয়ে জাতীয় পার্টি (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেন, ‘আটাশে অক্টোবরে বড় দুই দলের এই সমাবেশ- এটা নিয়ে আমাদের কোনো মাথাব্যথাই নেই। কোনো আলোচনাও হয়নি। ’

তিনি বলেন, ‘আমরা মনে করি, আটাশ তারিখের সমাবেশ বিএনপি আওয়ামী লীগের সমাবেশ। এটা ১৪ দলের সমাবেশ বলা হলেও এটা মূলত আওয়ামী লীগের সমাবেশ।

সাংবিধানিক ধারা রক্ষায় আমরা একটি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছি। সে কারণে আমরা আগামী ৩০ অক্টোবর একটা সমাবেশের আয়োজন করতে যাচ্ছি। ’

জেপির এই নেতা বলেন, ‘যথাসময়ে নির্বাচন না হলে দেশের অবস্থা কেমন হয় তা আমরা দেখেছি। আমরা চাই নির্ধারিত সময়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে আমরা জাতীয় পার্টি কোনোদিনই নিরপেক্ষ আচরণ পাইনি। আটাশে অক্টোবর প্রধান দুই দল সমাবেশ ডেকেছে। সমাবেশে কোনো সহিংসতা না হলে আমরা খুশি হবো। ’

এসময় বিএনপির ভাইস প্রেসিডেন্ট আহমেদ আজম খান বলেন, আমরা এদিন খুব সুশৃঙ্খল ও সুন্দর একটা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। যেদিন শান্তিপূর্ণভাবে দেশের জনগণ সরকারকে ‘না’ বলে দেবে। ওইদিন জনগণের প্লাবন ঘটবে। তারা বলবে- তারা কোনো পাতানো নির্বাচনে যাবে না।

news24bd.tv/FA