যুদ্ধের জন্য দায়ী করায় জাতিসংঘ মহাসচিবের ওপর ক্ষেপেছে ইসরায়েল

সংগৃহীত ছবি

যুদ্ধের জন্য দায়ী করায় জাতিসংঘ মহাসচিবের ওপর ক্ষেপেছে ইসরায়েল

অনলাইন ডেস্ক

হামাসের হামলার জন্য ইসরায়েল দায়ী বলে মন্তব্য করায় জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের ওপর ক্ষেপেছে তেল আবিব। গুতেরসকে লক্ষ্য করে কড়া মন্তব্য করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন, জাতিসংঘে ইসরায়েলের দূত জিলাড এরদান এবং বিরোধী দলীয় নেতা বেনি গানৎস।

মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনে গুতেরেস বলেছেন, গাজায় সুস্পষ্টভাবে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন ঘটছে। হামাস ইসরায়েলে যে হামলা চালিয়েছে তা শূন্য থেকে তৈরি হয়নি।

৫৬ বছর ধরে ফিলিস্তিনিরা শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের শিকার।

এরপরই নিরাপত্তা পরিষেদের অধিবেশনে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন জাতিসংঘ মহাসচিবের উদ্দেশে বলেন, ‘মাননীয় মহাসচিব, আপনি কোন দুনিয়ায় বাস করেন?’

এছাড়া জাতিসংঘে ইসরায়েলি দূত জিলাড এরদান গুতেরেসের মন্তব্যকে ‘বিস্ময়কর’, ‘ভয়াবহ’ এবং ‘আমাদের অঞ্চলের বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘এটি দুঃখজনক যে এই ধরনের দৃষ্টিভঙ্গির একজন ব্যক্তি হলোকাস্টের (হিটলারের ইহুদি গণহত্যা) পরে উদ্ভূত একটি সংস্থার প্রধান। ’

ইসরায়েলের বিরোধী দলীয় নেতা বেনি গানৎস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘জাতিসংঘের মহাসচিব সন্ত্রাসকে সমবেদনা জানান তখন সেই দিন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।

নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা কোনো কিছুকেই ন্যায্যতা দিতে পারে না। এখন সময় এসেছে ইতিহাসের সঠিক পাশে দাঁড়ানোর, নাকি সেটা দিয়ে বিচার করার। সন্ত্রাসবাদীরা বিশ্বের পক্ষে কথা বলতে পারে না। ’

news24bd.tv/SHS