ঘূর্ণিঝড় হামুন : নোয়াখালীতে পরিস্থিতি স্বাভাবিক

ঘূর্ণিঝড় হামুন : নোয়াখালীতে পরিস্থিতি স্বাভাবিক

 নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে ঘূর্ণিঝড় ‘হামুন’র পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। মানুষের মধ্যে কোনো আতঙ্ক নেই। তবে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়া উপজেলায় যাত্রীবাহী ট্রলারগুলো প্রশাসনের অনুমতি না নিয়ে চলছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তবে এখনো আমরা যাত্রীবাহী ট্রলার চলাচল করার অনুমতি দেয়নি।

তবে হাতিয়ার উত্তরাঞ্চলে ইসলামপুর এলাকা ও জনতা বাজার এলাকায় বেড়িবাঁধ না থাকায় আতঙ্কে থাকেন সেখানকার বাসিন্দারা। বড় ধরনের ঝড় জলোচ্ছ্বাস হলে বাড়িঘর পানিতে তলিয়ে যায়। দ্রুত তারা বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক