সুপ্রিম কোর্টে শতবর্ষী ২ সিন্দুক ভেঙে যা পাওয়া গেলো

সুপ্রিম কোর্টে শতবর্ষী ২ সিন্দুক ভেঙে যা পাওয়া গেলো

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের গোডাউনে থাকা দু'টি সিন্দুক ভেঙেছে কোর্ট প্রশাসন। এতে নগদ অর্থের বান্ডিল, পয়সা, প্রাইজবন্ড, পুরানো চিঠি, সিল মোহর, চাবিসহ গুরুত্বপূর্ণ কিছু নথি পাওয়া গেছে।

বুধবার সকালে কোর্ট প্রশাসনের উদ্যোগে সিন্দুক দুটি ভাঙা হয়। ধারণা করা হচ্ছে, সিন্দুক দু'টি প্রায় একশ' বছরের পুরানো।

হাইকোর্ট বিভাগের হিসাব শাখায় ছিল এই সিন্দুক দু'টি। প্রায় দুই ঘণ্টা লেগেছে সিন্দুক দু'টি কাটতে।

গ্যাস কাটারের সাহায্যে সিন্দুক দুটি কেটে খোলা হয়। লোহার সিন্দুক ভাঙাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনার সৃষ্টি হয়।

সিন্দুক দেখতে সেখানে ভিড় করে হাজারও মানুষ।

গণমাধ্যমে সুপ্রিম কোর্টের কিপার বশির আহমেদ বলেন, কোর্ট প্রশাসন থেকে সিন্দুক দুটি নিলামে বিক্রি করা হয়। শর্ত ছিল ভেতরে থাকা জিনিসপত্র সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। তবে সিন্দুকের লোহার অবকাঠামো নিলামকারী নিয়ে যাবেন।

news24bd.tv/FA