দেবের 'বাঘা যতীন' নিয়ে কী পোস্ট করলেন প্রযোজক রাণা সরকার?

সংগৃহীত ছবি

দেবের 'বাঘা যতীন' নিয়ে কী পোস্ট করলেন প্রযোজক রাণা সরকার?

অনলাইন ডেস্ক

পুজোয় মুক্তি পাওয়া ব্যবসার অঙ্কে বারবার 'দশম অবতার' থেকে পিছিয়ে পড়ছে 'বাঘা যতীন' সিনেমা। যা নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করে ফেললেন টালিউড প্রযোজক রাণা সরকার। বাঘা যতীন সিনেমাটিকে ট্যাক্স ফ্রি করার আবেদন করলেন তিনি।

রাণা সরকার ফেসবুকে লিখলেন, ‘দেব অভিনীত বাঘা যতীন সিনেমাটিতে বাংলার স্বাধীনতা সংগ্রাম কে স্মরণ ও উদযাপন করা হয়েছে।

বাঙালি হিসেবে আমরা গর্বিত বাঘা যতীন নিয়ে সিনেমা তৈরী হওয়াতে। ’

তিনি লিখেন, ‘অন্যান্য রাজ্যে এমনকি প্রপাগ্রান্ডা সিনেমাকেও ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়। রাজ্য সরকারকে অনুরোধ বাঙালির স্বাধীনতা সংগ্রামকে যাতে আরো বেশি দর্শকের কাছে পৌঁছে দেওয়া যায় তাই এটিকে ট্যাক্স ফ্রি করা হোক। ’

দেবকে নিয়ে একসময় কম কটাক্ষ ভরা পোস্ট করেননি রাণা সরকার।

তবে বছরখানেক ধরেই সম্পর্কের বরফ গলেছে। দীর্ঘ ৮ বছর ধরে ‘ধূমকেতু’ মুক্তির অপেক্ষায় দিন গুণছে দেব-শুভশ্রী ভক্তরা। যে ছবির প্রযোজনার দায়িত্ব ছিল রাণার উপরে। দেবকে খোঁচা দিয়ে একসময় রাণা বলেছিলেন, নায়কের ‘লোভের জন্য আটকে’ ধূমকেতু।

২০১৬ সালে এই ছবির শ্যুটিং শেষ হয়েছে। ধূমকেতুতে প্রস্থেটিক মেকআপে সত্তোরোর্ধ প্রৌঢ়র লুকে দেখা যাবে দেবকে। ৪ কোটি খরচ করে ‘ধূমকেতু’র শ্যুট করেছিলেন রাণা। কিন্তু আইনি জটিলতায় আটকে যায় ছবির মুক্তি।

news24bd.tv/TR