শেকল টেনে ট্রেন থামানোর জরিমানা বাড়ছে ১০ গুণ

সংগৃহীত ছবি

শেকল টেনে ট্রেন থামানোর জরিমানা বাড়ছে ১০ গুণ

অনলাইন ডেস্ক

বিনা কারণে শেকল টেনে চলন্ত ট্রেন থামানোর জরিমানা ১০ গুণ বৃদ্ধি করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, এ সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) জাতীয় সংসদে রেলমন্ত্রী বলেন, বিনা কারণে শিকল টেনে ট্রেন থামানোর জরিমানা ২০০ টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করা হচ্ছে। হচ্ছে আইন সংশোধন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে সরকার দলীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের উত্থাপিত প্রশ্নের জবাবে এসব জানান রেলমন্ত্রী। তিনি বলেন, প্রস্তাবিত খসড়া রেলওয়ে আইনে 'যদি কোনো যাত্রী ইচ্ছাকৃতভাবে বা আইনগত কারণ ব্যতীত চেইন টেনে তার সুবিধাজনক স্থানে ট্রেন থামান তা হলে তিনি অনূর্ধ্ব এক মাসের কারাদণ্ড বা অনধিক দুই হাজার টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। ' এই বিধান রাখা হয়েছে।

রেলমন্ত্রী বলেন, রানিং ট্রেনে হোস পাইপ বিচ্ছিন্ন এবং শিকল টেনে ট্রেন থামানো প্রতিরোধকল্পে বিভিন্ন ট্রেনে টাস্কফোর্সের মাধ্যমে চেকিং কার্যক্রম অব্যাহত আছে।

ট্রেনে চেইন টানার শাস্তি হিসেবে বর্তমানে ২০০ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক