বক্তব্য ভুলভাবে উপস্থাপন করায় হতবাক জাতিসংঘ মহাসচিব

হামাস-ইসরায়েল সংঘাত

বক্তব্য ভুলভাবে উপস্থাপন করায় হতবাক জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপন করায় হতবাক সংগঠনটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

মঙ্গলবার ওই বক্তৃতা দেওয়ার পর ইসরাইল তার পদত্যাগের আহ্বান জানায়। একইসাথে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান তাকে 'সন্ত্রাসবাদকে সমর্থন করার' অভিযোগে অভিযুক্ত করেন।

বুধবার নিরাপত্তা পরিষদে দেয়া এক বিবৃতিতে গুতেরেস তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন।

তিনি বলেন: 'বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা, আহত ও অপহরণ কোনোভাবেই বৈধ নয়। ' তার কথাগুলো সরাসরি প্রকাশ করা উচিৎ ছিলো বলেও দাবি তার।

মঙ্গলবার গুতেরেস বলেছিলেন, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা কোনো কারণ ছাড়া হয়নি। ফিলিস্তিনিরা ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের শিকার।

তারা তাদের ভূখণ্ডকে বসতিতে পরিণত হতে দেখেছেন।

তিনি বলেন, ফিলিস্তিনিদের অর্থনীতি রুদ্ধ, তাদের মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং তাদের বাড়ি ধ্বংস করা হয়েছে। তাদের দুর্ভোগের অবসানের রাজনৈতিক সমাধানের আশাবাদ ম্লান হয়ে যাচ্ছে। আর এর পরেই গুতেরেসের বক্তব্য নিয়ে শুরু হয় বিতর্ক।  -গার্ডিয়ান

news24bd.tv/FA