আজও মিরপুরে অনুশীলনে সাকিব

সংগৃহীত ছবি

আজও মিরপুরে অনুশীলনে সাকিব

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ চলাকালেই আকস্মিকভাবে দেশে ফিরেছেন বাংলাদেশের তিন সংস্করণের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডারের হঠাৎ দেশে ফেরা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে।  

তবে পরে জানা যায়, শৈশবের কোচের কাছে ব্যাটিং ঝালিয়ে নিতেই ঢাকায় এসেছেন সাকিব।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো মিরপুরে অনুশীলনে নেমেছেন লাল-সবুজের দলপতি।

সকাল ৯টা ৭ মিনিটে মিরপুরের ইনডোরে প্রবেশ করেন তারকা এ ক্রিকেটার। সেখানে কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনুশীলন শুরু করছেন তিনি।

জানা যায়, বৃহস্পতি ও শুক্রবার ব্যাটিং নিয়ে কাজ করবেন টাইগার দলপতি। পাশাপাশি বোলিং নিয়েও কাজ করার কথা আছে তার।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ ম্যাচে ১৪ গড়ে মাত্র ৪৫ রান করেছেন সাকিব। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪০ রানের সর্বোচ্চ ইনিংস খেলেছেন তিনি।  

অন্যদিকে বল হাতে ওভার প্রতি ৫ দশমিক ৫৪ গড়ে সাকিবের শিকার মোটের ওপর ৬ উইকেট। এর মধ্যে আফগানদের বিপক্ষে ৩০ রান খরচায় ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স। এ ছাড়া চোটের কারণে খেলেনি ভারতের বিপক্ষে।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক