‘অনুকূল পরিবেশ তৈরি হয়নি, তারপরেও নির্ধারিত সময়ে নির্বাচন’

ফাইল ছবি

‘অনুকূল পরিবেশ তৈরি হয়নি, তারপরেও নির্ধারিত সময়ে নির্বাচন’

নিজস্ব প্রতিবেদক

এখনও নির্বাচনের প্রত্যাশিত অনুকূল পরিবেশ গড়ে ওঠেনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বিএনপিকে মাঠের সমস্যা নিরসন করার আহ্বান জানান তিনি।

সিইসি বলেন, প্রতিকূলতা থাকলেও নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। সার্বিকভাবে নির্বাচন সকলে মেনে নেবে সেই আস্থা তৈরি করা যায়নি।

সবাইকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে।

ডাকার পর চা খেতেও আসেনি বিএনপি, সিইসির আক্ষেপ

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির আচরণে আক্ষেপ প্রকাশ করেন সিইসি। তিনি বলেন, 'বিএনপিকে ডাকা হয়েছে, তারা চা খেতেও আসেনি। তবুও নিরন্তর আহ্বান জানিয়ে যাবে কমিশন।

তাদের প্রতি আহ্বান থাকবে, মাঠের সমস্যা নিরসন করুক। '

নির্বাচন নিয়ে আলোচনার জন্য বিএনপিকে ডাকা হলেও নির্বাচন কমিশনের ডাকে সাড়া দেয়নি দলটি। এ নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রধান।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক