জামায়াতের বিষয়ে জিরো টলারেন্স ডিএমপি

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান

জামায়াতের বিষয়ে জিরো টলারেন্স ডিএমপি

অনলাইন ডেস্ক

জামায়াতে ইসলামীকে কোনোভাবেই ঢাকায় সমাবেশ করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। দলটির ব্যাপারে ডিএমপি জিরো টলারেন্স। এ ব্যাপারে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, জামায়াতকে সমাবেশের কোনো অনুমতি দেওয়া হবে না। তাদের কর্মকাণ্ডের দিকে নজর রাখা হচ্ছে।

এই সিদ্ধান্ত পাওয়ার পরপরই গণমাধ্যমে বার্তা পাঠিয়েছে জামায়াত। যেখানে বলা হয়, ‘জামায়াতে ইসলামী সাংবিধানিক অধিকার অনুযায়ী আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকা মহানগরীর শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশ বাস্তবায়নে সহায়তা চেয়ে পুলিশ কমিশনারকে লিখিতভাবে জানিয়েছে। পুলিশের দায়িত্ব হলো শান্তিপূর্ণ সভা-সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা করা, বাধা দেওয়া নয়। ’

কেউ যদি সমাবেশের নামে বিশৃঙ্খলা করে তবে তাদের ছাড় দেবে না ডিএমপি।

এ ব্যাপারে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘সমাবেশে ঘিরে কেউ যেন নাশকতা করতে না পারে, এ জন্য পুলিশ তৎপর আছে। পুলিশের চেকপোস্টসহ স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে। কেউ যেন অস্ত্র, বিস্ফোরক, সন্ত্রাসী কার্যক্রম করতে না পারে, সে জন্য আমাদের নিয়মিত চেকপোস্ট হয়। যেকোনো সমাবেশেই সিকিউরিটি থ্রেট চিন্তা করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। থ্রেট অ্যাসেসমেন্ট পর্যালোচনা করে আমরা নিরাপত্তা পরিকল্পনা করে থাকি৷ আগামী সমাবেশেও থ্রেট অ্যানালাইসিস করে ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো ধরনের নৈরাজ্যকে প্রতিহত করা হবে। ’

news24bd.tv/আইএএম