ড্রেসিংরুমে কাঁদলেন বাবর আজম 

সংগৃহীত ছবি

ড্রেসিংরুমে কাঁদলেন বাবর আজম 

অনলাইন ডেস্ক

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মাটিতে বিশ্বকাপ জিততেই গিয়েছে পাকিস্তান। টানা দুই জয়ে শুরুটাও দারুণ হয় বাবর আজমের দলের। কিন্তু এরপর আবার টানা তিন হার, সেগুলোও বড় ব্যবধানে। যারপরনাই দলটি রীতিমতো বিপর্যস্ত।

এদিকে, ভারত-অস্ট্রেলিয়ার কাছে হারলেও, পুঁচকে আফগানিস্তানের কাছে হারটিকে কিছুতেই মেনে নিতে পারছে না পাকিস্তানের সাবেক ক্রিকেটার থেকে সমর্থকরা। এই হারের জ্বালা সইতে না পেরে নাকি কেঁদেছেন খোদ পাকিস্তান অধিনায়ক বাবর আজমও।

এ খবর জানিয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও কোচ মোহাম্মদ ইউসুফ। দেশটির একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ইউসুফ বলেন, 'সংবাদ সম্মেলনে দেখেছি এবং আমি অন্য সময়েও এটি লক্ষ্য করেছি যে, বাবর বেশ বিব্রত ছিল।

আমি শুনেছি, আফগানদের কাছে ওই হারের পর বাবর কেঁদেছে। আসলে এখানে বাবরের একার কোনো দোষ নেই। পুরো টিম এবং ম্যানেজমেন্ট এর সঙ্গে জড়িত। '

বিশ্বকাপে দলগত বাজে ফর্মের সঙ্গে বাবর নিজেও ছন্দে নেই। আফগানদের বিপক্ষে হারের পর পাকিস্তানি অধিনাকের নেতৃত্ব চলে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। দলের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেছে, 'এই মুহূর্তে বিশ্বকাপে পাকিস্তান একটা মিরাকল করে সেমিফাইনাল নিশ্চিত করতে পারলেই, বাবরের অধিনায়কত্ব বেঁচে যেতে পারে। হয়তো শুধুমাত্র লাল বলের ক্রিকেটেই তাকে অধিনায়ক হিসাবে রাখা হতে পারে। '

ইউসুফ অবশ্য এমন দুঃসময়ে বাবরের পাশে দাঁড়াচ্ছেন, 'আমরা বাবরের এই কঠিন সময়ে ওর পাশেই আছি। সমগ্র দেশের মানুষও ওর পাশে রয়েছে। '

news24bd.tv/SHS