১২৩ রানেই নেই ৭ উইকেট, আরও একটি হার উঁকি দিচ্ছে ইংল্যান্ডকে

সংগৃহীত ছবি

১২৩ রানেই নেই ৭ উইকেট, আরও একটি হার উঁকি দিচ্ছে ইংল্যান্ডকে

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ ধরে রাখার মিশনে ভারতে এসে চার ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে ইংল্যান্ড। আজ ইংল্যান্ডের বিপক্ষেও আরও একটি হার উঁকি দিচ্ছে জস বাটলারের দলকে। বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১২৩ রানেই ৭ উইকেট হারিয়ে বসেছে ইংলিশরা।  

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ২৬ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ১২৩ রান।

উইকেটে স্বীকৃত ব্যাটার হিসেবে আছেন শুধু বেন স্টোকস।  

এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরুতেই শ্রীলঙ্কাকে চাপে ফেলে গিয়ে উল্টো নিজেরাই চাপে পড়ে ইংল্যান্ড। ৪৫ রানে ওপেনার দাবিদ মালান ফিরে যাওয়ার পর অল্প সময়ের মধ্যে সাজঘরে ফেরেন জো রুট, জনি বেয়ারস্টো, জস বাটলার এবং লিয়াম লিভিংস্টোন।

মালানকে ফিরিয়ে শ্রীলঙ্কাকে ব্রেক থ্রু এনে দেন মাতিশা পাতিরানার জায়গায় হুট করে বিশ্বকাপ দলে সুযোগ অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ।

বল হাতে নিজের প্রথম ওভারেই মালানকে (২৮) ফেরান তিনি। পরে তিনি রানআউট করেন জো রুটকে। মাত্র ৩ রান করেই ফেরেন এই অভিজ্ঞ ব্যাটার।

কাসুন রজিতা ইনিংসের ১৪তম ওভারে তুলে নেন ৩০ রান করা জনি বেয়ারস্টোর উইকেট। পরের ওভারে ইংলিশ অধিনায়ক বাটলারকে (৮) ফেরান লাহিরু কুমারা। এক ওভার বাদে সাজঘরের পথে হাঁটেন লিভিংস্টোনও। ১ রান করে তিনি উইকেট দেন লাহিরু কুমারাকে।

একা লড়তে থাকা স্টোকসের সঙ্গে একটা জুটি গড়ার সম্ভাবনা জাগিয়েছিলেন মঈন আলী। তবে তিনিও বাজে শট খেলে উইকেট বিলিয়ে এসেছেন। ম্যাথুজের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরেছেন তিনি। পরের ওভারে মোটামুটি ব্যাট করতে পারা ক্রিস ওকসকে খালি হাতে ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডকে মোটামুটি খাঁদেই ঠেলে দিয়েছেন রজিতা।  

news24bd.tv/SHS