আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী

সংগৃহীত ছবি

আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী

অনলাইন ডেস্ক

রাজধানীর মহাখালীর আমতলীতে ১৪তলাবিশিষ্ট খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা যোগ দিয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে খাজা টাওয়ারের ১৩তলায় আগুনের এ ঘটনা ঘটে।

আগুন লাগা ভবনে বহু মানুষ আটকে আছে।  আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

আগুন নেভানোর সুবিধার জন্য আমতলী থেকে গুলশান ১ নম্বরমুখী সড়কের দুপাশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।  

স্থানীয়রা বলছেন, বৃহস্পতিবার বিকাল ৪টা ৫৫ মিনিটের দিকে ভবনের ১৩তলায় ধোঁয়া দেখতে পান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।  

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ‘মহাখালীর খাজা টাওয়ারে এখন আমাদের ৮টি ইউনিট কাজ করছে।

পথে আরও ইউনিট রয়েছে, ঘটনাস্থলে যাচ্ছে সেগুলো। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভবনে মানুষজন আটকে আছে। আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছি। ’ 

news24bd.tv/আইএএম