‘ভবনে অনেকে আটকে আছে’ ৯৯৯-এ ফোন 

সংগৃহীত ছবি

‘ভবনে অনেকে আটকে আছে’ ৯৯৯-এ ফোন 

অনলাইন ডেস্ক

রাজধানীর মহাখালীতে আগুন লাগার পর খাজা টাওয়ারে অনেকে আটকে আছে। আশপাশের মানুষজন ৯৯৯ এ ফোন করে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানিয়েছে।  

আজ বিকেলে ওই টাওয়ারে আগুন লাগার পর নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি কাজ করছে। এখন পর্যন্ত আগুনে হতাহতের কোনো খবর পায়নি ফায়ার সার্ভিস।

তবে ভবনটিতে অনেক মানুষ আটকে আছে এমন খবর আসছে ফায়ার সার্ভিসের কাছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। তবে আমরা অনেক ফোন পাচ্ছি যে, ভবনে মানুষ আটকে আছে।

ভবনের ভেতরে আটকে পড়াদের কেউ ফোন দিচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ভবনের ভেতরে আটকে পড়া কারো ফোন আমরা পাইনি।

তবে ভবনের আশপাশে ও বাহির থেকে অনেক মানুষ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিয়ে বলছেন- ভেতরে অনেক মানুষ আটকে আছে। পরে ৯৯৯ ফোনগুলো আমাদের কাছে ফরওয়ার্ড করছে।

তিনি আরও বলেন, ভেতরে কেউ আটকে আছে কি না সেটা নিশ্চিত হতে ও আটকে থাকলে তাদের উদ্ধার করতে ঘটনাস্থলে আমাদের টিম কাজ করছে।

এদিকে খাজা টাওয়ারে আগুন লাগার পর আমতলী থেকে গুলশান এক নম্বরমুখী সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের এলাকায় যানজট তৈরি হয়েছে। এছাড়া সতর্কতা হিসেবে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে গোটা এলাকা অন্ধকার হয়ে পড়েছে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক