ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে নাশকতার আশঙ্কায় ও বিভিন্ন মামলার অভিযোগে বিএনপি-জামায়াতের ১৬জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তবে বিএনপি নেতাদের দাবি আগামী ২৮ অক্টোবরের মহাসমাবেশে জনস্রোত আটকানোর অপচেষ্টার অংশ হিসেবে নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো ও গ্রেপ্তার চালানো হচ্ছে।

বৃহস্পতিবার রাতভর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচর্জা ফিরোজ কবির।

গ্রেপ্তারদের মধ্যে বিএনপির ১৩জন ও জামায়াতের ৩ জন রয়েছে।

ওসি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সদর থানা সহ উপজেলার থানাগুলোতে নাশকতার সঙ্গে জড়িত থাকা সহ বিভিন্ন মামলার অভিযোগে মামলা আছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের এই অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান দাবি করে বলেন, আমাদের নেতাকর্মীদের বিনা কারণে হয়রানি করা হচ্ছে। পুলিশ রাতভর নেতা-কর্মীদের বাড়িতে অভিযান চালিয়েছে।

নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। তবে নেতা-কর্মীরা যেকোনো মূল্যে ঢাকার সমাবেশে অংশ নেবেন।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অযথা কাউকে হয়রানি বা গ্রেপ্তার করা হচ্ছে না বলেও জানান তিনি।

news24bd.tv/তৌহিদ