এখনো নেভেনি আগুন, আটকেপড়াদের ভাগ্যে কী আছে!

সংগৃহীত ছবি

এখনো নেভেনি আগুন, আটকেপড়াদের ভাগ্যে কী আছে!

অনলাইন ডেস্ক

রাজধানীর মহাখালীর আমতলীর খাজা টাওয়ারের ১৪ তলা ভবনের ১৩ তলায় আগুন লাগার তিন ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো আগুন নেভেনি। ভেতরে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। ভবন থেকে ৫-৬ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে সেখানে এখনো ২০-২৫ জন আটকে আছে বলে মনে ধারণা করছে ফায়ার সার্ভিস।

তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।  

খাজা টাওয়ারের ১৪ তলা ভবনের ১৩ তলায় বিকাল ৫টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নেভাতে বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। সেই সঙ্গে ফায়ার সার্ভিসকে সহায়তায় এরই মধ্যে যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর আতঙ্কে এক নারী প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়েন। তবে এ বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।  

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ১৪ তলা ভবনটির ছাদে রশি বেঁধে দেওয়া হয়েছে। সেটা ধরেই ভেতরে আটকে পড়া লোকজন একে একে নিচে থাকা পাশের ভবনের ছাদে নেমে আসছেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। পাশাপাশি এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না এখন পর্যন্ত সে তথ্যও জানা যায়নি।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক