‘আনসার আল ইসলাম’ এর তিন সদস্য গ্রেপ্তার

‘আনসার আল ইসলাম’ এর তিন সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

নাশকতার পরিকল্পনার অভিযোগে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘ আনসার আল ইসলাম’ এর তিন সদস্যকে ঝিনাইদহ সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) খুলনা র‌্যাব-৬ কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‌্যাব কর্মকর্তারা জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ সদর এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে ইয়াকুব হোসাইন ওরফে ইয়াকুব হুজুর (২১), মো. রুবেল ওরফে জাহাদ খান (৩৬), ও মো. মাহিনকে (১৮) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উগ্রবাদী বই, গুরুত্বপূর্ণ নথিপত্র, চাঁদা আদায়ের প্রমাণপত্র, মোবাইল সেট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর সদস্য বলে জানিয়েছে। তারা
আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর কার্যক্রম পরিচালনা করছিল।

র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, তারা বিভিন্ন সময় অনলাইনে বিভিন্ন উগ্রবাদী নেতাদের বক্তব্য দেখে উদ্বুদ্ধ হয়ে সংগঠনের সদস্যদের মাধ্যমে উক্ত সংগঠনে যোগদান করে। পরে তারা সংগঠনের সদস্য সংগ্রহে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিল।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক