মহাখালীতে আগুন: ধোঁয়ায় অসুস্থ যুবক বার্ন ইনস্টিটিউটে

মহাখালীতে আগুন: ধোঁয়ায় অসুস্থ যুবক বার্ন ইনস্টিটিউটে

অনলাইন ডেস্ক

রাজধানীর মহাখালী খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ আরও এক যুবককে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। তিনি ‘রেস অনলাইন’ নামে একটি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার। নাম মেহেদী হাসান (২৭)।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে তাকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয় বলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এতথ্য নিশ্চিত করেছেন।

মেহেদীর বাবা সৈয়দ আক্তার সিরাজী জানান, খাজা ভবনটির ৯, ১০ ও ১১তম তলায় অবস্থিত রেস অনলাইন। তবে আগুন লাগার আগ মুহূর্তে মেহেদী ৯ম তলায় ছিল। আগুন লাগার পর সেখান থেকে সিঁড়ি দিয়ে ১৪তলায় উঠলে আটকে পড়ে। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা সেখান থেকে তাকে উদ্ধার করে।

তবে আটকে থাকায় ধোঁয়ায় তার শ্বাসকষ্ট হচ্ছিল। সেজন্য তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার শরীরের কোথাও দগ্ধ হয়নি।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, মেহেদীকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। তার শ্বাসকষ্ট হচ্ছে।

news24bd.tv/তৌহিদ