সমাবেশের ভেন্যুর সিদ্ধান্ত সন্ধ্যার পর : ডিবি প্রধান

সংগৃহীত ছবি

সমাবেশের ভেন্যুর সিদ্ধান্ত সন্ধ্যার পর : ডিবি প্রধান

অনলাইন ডেস্ক

সমাবেশ ঘিরে স্বাভাবিকের চেয়ে রাজধানীতে বেশি মানুষ অবস্থান করলেও এটা উদ্বিগ্ন হওয়ার মতো কোনো বিষয় নয় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ।  

আজ শুক্রবার রাজধানীর নাইটিঙ্গেল মোড়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আগামীকালের রাজধানীতে শীর্ষ দুই দলের সমাবেশ নিয়ে এ কথা বলেন ডিবি প্রধান।  

বিএনপি মহাসমাবেশ এবং আওয়ামী লীগ শান্তি সমাবেশের অনুমতি পেলেও, স্থান নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি ডিএমপি। ডিবি প্রধান জানিয়েছেন, আজ সন্ধ্যায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ডিএমপি।

 

তিনি বলেন, রাজধানীতেই দুই দল সমাবেশ করবে। তবে স্থান নির্বাচনের বিষয়ে সন্ধ্যার পর আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।

তিনি আরও বলেন, সমাবেশ ঘিরে স্বাভাবিকের চেয়ে রাজধানীতে বেশি মানুষ অবস্থান করলেও এতে উদ্বিগ্ন হওয়ার কোনো বিষয় নেই। কোনো সিটিতে সভা সমাবেশ হলে এ পরিমাণ মানুষ অবস্থান করা স্বাভাবিক।

news24bd.tv/SHS