পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

চ্যাম্পিয়ন বাংলাদেশ

পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

শনিবার বাংলাদেশ সময় ২.৪৫ মিনিটে নেপালের রাজধানী কাঠমান্ডুর নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) কমপ্লেক্সে শিরোপার লড়াইয়ে নামে বাংলাদেশ ও পাকিস্তান।

ম্যাচের শুরুর ২৫ মিনিটেই গোল পায় বাংলাদেশ। পরে তা শোধ করে পাকিস্তান।

তবে এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল করতে পারেনি বাংলাদেশ-পাকিস্তানের কেউই। ফলে ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে।

ট্রাইব্রেকারের প্রথম গোলটিই বারের উপর দিয়ে পাঠিয়ে দেয় বাংলাদেশ। পাকিস্তানও মিস করে তাদের প্রথম গোল।

কিন্তু পরপর তিনটি গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। তবে শেষ গোলটি করতে ব্যর্থ হয়। কিন্তু পাকিস্তানের পক্ষে ২য় গোলটি দারুণ দক্ষতায় ফিরিয়ে দেয় বাংলাদেশের গোলরক্ষক। তবে এরপরের দুই গোল করে পাকিস্তান। আর শেষ গোলটি ফিরিয়ে দেশকে জয়ের আনন্দে ভাসান এই গোলরক্ষক।

এর আগে বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে বাংলাদেশ। ওই ম্যাচেও টাইব্রেকারে দুটি সেভ করে দলের জয়ের নায়ক ছিলেন গোলরক্ষক মেহেদী হাসান।

একই দিনের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে পাকিস্তান।

এবারের আসরে ফাইনালসহ চারম্যাচে অপরাজিত বাংলাদেশ দল। ফাইনালসহ বাংলাদেশ গোল করেছে ১৩টি, খেয়েছে ৩টি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর