এক শর্তে আজ ঢাকার অভ্যন্তর ও দূরপাল্লার বাস চলতে পারে

সংগৃহীত ছবি

এক শর্তে আজ ঢাকার অভ্যন্তর ও দূরপাল্লার বাস চলতে পারে

অনলাইন ডেস্ক

আজ শনিবার  (২৮ অক্টোবর) রাজধানীতে বিভিন্ন দলের সমাবেশ ঘিরে দেশবাসীর মনে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে। ঢাকার ভেতরে এবং দূরপাল্লার বাস চলবে কি না এ নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। তবে এক শর্তে চলতে পারে বাস, তা হলো অনুকূল পরিবেশ। পরিবেশ ঠিক থাকলে দূরপাল্লা ও ঢাকার অভ্যন্তরে বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

শুক্রবার (২৭ অক্টোবর) সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে এ কথা জানান।  

এনায়েত উল্লাহ বলেন, আমরা দূরপাল্লার বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছি। পরিবেশ পরিস্থিতি ঠিক থাকলে দূরপাল্লার সব যাত্রীবাহী পরিবহন চলাচল করবে।

এছাড়া শনিবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগ-বিএনপির ডাকা মহাসমাবেশ কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সহায়তা চেয়েছেন পরিবহন ব্যবসায়ীরা।

এরইমধ্যে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে এ সহায়তা চান পরিবহন মালিক নেতারা।

এনায়েতুল্লাহ খান বলেন, শুধু দূরপাল্লা নয়, ঢাকার অভ্যন্তরেও সব ধরনের পরিবহন চলাচল করবে। ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশ কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় যান চলাচল নির্বিঘ্ন রাখতে এবং কেউ যেন কোনো ধরনের ভাঙচুর বা অগ্নি সংযোগের মতো ঘটনা ঘটাতে না পারে সেসব বিষয় ডিএমপি কমিশনারের কাছে তুলে ধরেছি আমরা। তিনি আমাদের আশ্বস্ত করেছেন। ’

news24bd.tv/আইএএম