রান পাহাড়ে চড়লো অস্ট্রেলিয়া 

সংগৃহীত ছবি

রান পাহাড়ে চড়লো অস্ট্রেলিয়া 

অনলাইন ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে রানের পাহাড় গড়ল অস্ট্রেলিয়া। টসে হারলেও ট্রাভিস হেডের সেঞ্চুরি, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সের ঝোড়ো ব্যাটিংয়ে ৩৮৮ রানের বিশাল সংগ্রহ পেয়েছে অসিরা। নিউজিল্যান্ডকে জিততে গড়তে হবে তাই ইতিহাস।

ধর্মশালায় আজ ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন ডেভিড ওয়ার্নার-ট্রাভিস হেড জুটি।

চোট কাটিয়ে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই হেড তুলে নেন সেঞ্চুরি। ওয়ার্নার হ্যাটট্রিক সেঞ্চুরি মিস করলেও করেন ৮১ রান। তিনি ফিরতেই ভাঙে অসিদের ওপেনিং জুটি। এর আগেই অবশ্য স্কোরবোর্ডে ১৭৫ রান চলে আসে।
পার্ট টাইমার গ্লেন ফিলিপস ফেরান তাকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে রীতিমতো মুখ থুবড়ে পড়া নিউজিল্যান্ডকে দ্বিতীয় সাফল্যও এনে দেন ফিলিপস। সেঞ্চুরিয়ান হেডকেও ফেরান তিনি। বোল্ড হওয়ার আগে ৬৭ বলে ১০৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি।

এরপর বড় ইনিংস আসেনি অন্য কোনো ব্যাটারের ব্যাট থেকে। তবে রান এসেছে দ্রুত গতিতে। মিচেল মার্শ ৩৬, স্টিভ স্মিথ ১৮, মার্নাস লাবুশেন ১৮ এর পর গ্লেন ম্যাক্সওয়েলের ২৪ বলে ৪১ এবং জস ইংলিসের ২৮ বলে ৩৮ রানে বড় সংগ্রহের ভিত পেয়ে যায় অসিরা। শেষদিকে, অধিনায়ক প্যাট কামিন্সের ১৪ বলে ৩৭ রানের ঝোড়ো ক্যামিওতে ৩৮৮ রানে থামে অস্ট্রেলিয়ার রানের চাকা।  

নিউজিল্যান্ডের সেরা বোলার ফিলিপস। ১০ ওভারে ৩৭ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। এদিকে, ৭৭ রান খরচায় ৩ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। মিচেল স্যান্টনার ২ উইকেট পেতে খরচ করেছেন ৮০ রান। অপর উইকেট দুটি ম্যাট হেনরি এবং জেমস নিশামের।

news24bd.tv/SHS