রণক্ষেত্র নয়াপল্টন, কাঁদানে গ্যাসে অসুস্থ ফখরুল

সংগৃহীত ছবি

রণক্ষেত্র নয়াপল্টন, কাঁদানে গ্যাসে অসুস্থ ফখরুল

অনলাইন ডেস্ক

রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে পুলিশের হামলার অভিযোগ উঠেছে। সমাবেশ চলাকালে হঠাৎ করে শনিবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটায় সমাবেশের দুইদিকে অবস্থান নেয় পুলিশ।   এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়া হয়। ফলে মঞ্চ থেকে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশস্থল থেকে বেরিয়ে যান।

বিএনপির অভিযোগ, পুলিশ কাকরাইল মোড় থেকে ধীরে ধীরে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুড়তে ছুড়তে পল্টনের দিকে এগিয়ে যায়। এক সময় মুহুর্মুহু রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে।  

এর পরপর সমাবেশ থেকে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশস্থল থেকে বেরিয়ে যেতে দেখা গেছে। বিএনপির সমাবেশ বন্ধ হয়ে যায়।

অসুস্থ ফখরুল
সরকার পতনের একদফা দাবি আদায়ে চলমান সমাবেশে কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮ অক্টোবর) বিকেল সোয়া তিনটার দিকে নয়াপল্টনে তাদের মহাসমাবেশ থেকে হরতাল ঘোষণা দিয়ে মঞ্চ থেকে নামার পর তিনি টিয়ারশেলে আক্রান্ত হন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল বলেন, হরতাল ঘোষণা দিয়ে মঞ্চ থেকে নাম ছিলেন বিএনপি মহাসচিব। এসময় কাঁদানে গ্যাসে তার চোখ জ্বালাপোড়া করছিল। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন।  
এদিকে, পুলিশি আক্রমণের প্রতিবাদে রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপি।

news24bd.tv/Aa