সিরাজগঞ্জে গৃহবধূ হত্যায় স্বামী ও শ্বশুর গ্রেপ্তার

প্রতীকী ছবি

সিরাজগঞ্জে গৃহবধূ হত্যায় স্বামী ও শ্বশুর গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১২ সদস্যরা পাবনার জেলার সাঁথিয়া থানাধীন সিলন্দা বাজার এলাকা এবং আতাইকুলা থানাধীন মঙ্গলদিয়া গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।  

আটককৃতরা হলো-সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বারুই টেপরি গ্রামের জাহিদুল ইসলাম ও তার বাবা ইছাহক আলী।  

র‌্যাব- ১২ স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, আটক জাহিদুল ইসলাম পরিবারের কথামত তার স্ত্রীকে যৌতুকের জন্য প্রায়শই চাপ সৃষ্টি করত।

স্ত্রীর পরিবার যৌতুক দিতে না পারায় বিভিন্ন সময় জাহিদুল ইসলাম স্ত্রীকে তাকে বকাবকি ও মারপিট করত। এ অবস্থায় গত ২২ অক্টোবর যৌতুকের দাবীতে মারপিটের একপর্যায়ে জাহিদুল পরিবারের সদস্যদের সহায়তা স্ত্রীকে শ্বাসরোধ করে।  

এ ঘটনায় স্ত্রীর বড় ভাই বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটি র‌্যাব-১২ গুরুত্ব সহকারে নিয়ে পাবনায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে।

আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।