জামায়াতের সমাবেশের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

জামায়াতের সমাবেশের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিএনপি-আওয়ামী লীগের মহাসমাবেশের দিনে মাঠে ছিলো নিবন্ধন হারানো দল জামায়াতে ইসলামী। ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মাঠে নামে তারা। তবে জামায়াতের সমাবেশে কোনো সহিংসতা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (২৮ অক্টোবর) নিউজটোয়েন্টিফোরকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াতে ইসলাম তো সমাবেশ করেছে শুনেছি।

সেখানে তো তারা কোনো গণ্ডগোল করেনি। তাহলে বিএনপির সমাবেশে এত সংঘর্ষ কেন? তারা তো শান্তিপূর্ণ সমাবেশ করেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীরা সকাল থেকেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা প্রধান বিচারপতির বাসার গেট ভেঙে সেখানে আগুন দিয়েছে।

এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের ছত্রভঙ্গ করে।

বিচারপতির বাড়িতে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী বলেন, এগুলো যারা করেছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেবোই। মানুষের মাঝে আতঙ্ক ছড়ানোর জন্যই তারা এটা করেছে। তারা পরিস্থিতি ভয়ানক করতেই এমন কর্মকাণ্ড ঘটিয়েছে।

উল্লেখ্য, শনিবার আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশে অনুমতি দিলেও জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি কোনোভাবেই দেয়া হবে না বলে জানায় ডিএমপি। কিন্তু ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করেই শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দেয় দলটি। পরবর্তীতে আরামবাগে সমাবেশ করতে গেলে ডিএমপি জানায়, তারা শান্তিপূর্ণ সমাবেশ করলে সেখানে বাধা দেয়া হবে না।

news24bd.tv/FA