রেললাইনে 'বিস্ফোরকে'র তথ্য, ৪ ঘণ্টা পর ছাড়ল ট্রেন

সংগৃহীত ছবি

রেললাইনে 'বিস্ফোরকে'র তথ্য, ৪ ঘণ্টা পর ছাড়ল ট্রেন

অনলাইন ডেস্ক

রেললাইনে ‘বিস্ফোরক দ্রব্য’ আছে এমন তথ্যে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী কমলাপুরের কমিউটার ট্রেন চলাচল চার ঘণ্টা বন্ধ ছিল। পরে রেললাইনে তল্লাশি চালিয়ে কিছু না পেলেও দীর্ঘ সময় ট্রেন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন এই রেলপথের নিয়মিত যাত্রীরা।  

জানা গেছে, সকাল সোয়া দশটায় নারায়ণগঞ্জ থেকে একটি কমিউটার ট্রেন যাত্রী নিয়ে ঢাকার কমলাপুরের উদ্দেশে ছেড়ে যায়।  

এরপর বেলা সাড়ে ১২টার দিকে আবারও ট্রেন ছাড়ার কথা থাকলেও ‘রেললাইনে বিস্ফোরক দ্রব্য’ এমন তথ্যে ট্রেনটি ছাড়ে সোয়া ২টার পর।

এদিকে সাড়ে ১১টার যে ট্রেনটি ঢাকা থেকে নারায়গঞ্জের উদ্দেশে ছাড়ার কথা সেটিও ছেড়ে আসেনি।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রেললাইনে বিস্ফোরক আছে এমন তথ্য পেয়ে পুলিশ রেললাইনে তল্লাশি চালায়। এ কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। ’

সকাল সোয়া দশটার পর এ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল জানিয়ে তিনি বলেন, পুলিশের তল্লাশির পর ২টা ১৮ মিনিটে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে একটি ট্রেন ছেড়ে যায়।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় পুলিশি তল্লাশি চৌকিতে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে বিস্ফোরক দ্রব্য আছে এমন একটি তথ্য আমরা পেয়েছি। সদর ও ফতুল্লা থানা পুলিশকে এ ব্যাপারে তল্লাশি চালানোর জন্য বলেছি। ’

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ রেললাইনে তল্লাশি করেছেন, তবে কিছুই পাননি। '

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক