সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা, ভিসা নিয়ে সতর্কবার্তা

ছবি: এপি।

সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা, ভিসা নিয়ে সতর্কবার্তা

অনলাইন ডেস্ক

ঢাকায় রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়ে একটি টুইট (বর্তমান এক্স) করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এতে বলা হয়, যারাই সহিংসতা করেছে তাদের যুক্তরাষ্ট্রের ভিসার সিদ্ধান্ত রিভিউ করা হবে।

শনিবার (২৮ অক্টোবর) ভয়েস অফ আমেরিকাকে পাঠানো এক বার্তায় দেশটির পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বলেন, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সকল সহিংসতার ঘটনাগুলো পর্যালোচনা করবে।

লু আরও বলেন, 'যুক্তরাষ্ট্র ২৮ অক্টোবর বাংলাদেশে সংঘটিত রাজনৈতিক সহিংসতার ঘটনার নিন্দা জানাচ্ছে।

একজন পুলিশ অফিসার ও একজন রাজনৈতিক কর্মীর নিহত হওয়া ও একটি হাসপাতালে আগুন দেয়ার, যে ঘটনাগুলোর খবর জানা গেছে তা গ্রহণযোগ্য নয়, যেমন নয় সাংবাদিকসহ নাগরিকদের ওপর চালানো সহিংসতা। '

তিনি বলেন, 'আমরা সব পক্ষকে শান্ত থাকার ও সংযম দেখানোর আহবান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে আমরা সকল সহিংসতার ঘটনাগুলোকে পর্যালোচনা করবো। '

news24bd.tv/FA