বিএনপির সঙ্গে জোট করা প্রশ্নে যা বলছে ইসলামী আন্দোলন

সংগৃহীত ছবি

বিএনপির সঙ্গে জোট করা প্রশ্নে যা বলছে ইসলামী আন্দোলন

অনলাইন ডেস্ক

বিএনপি ও ইসলামী আন্দোলনের লক্ষ্য অভিন্ন, তাই এই দুই দলের মধ্যে ঐক্য হবে কি না তা নিয়ে রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরে বেশ জল্পনা চলছে। এ বিষয়ে শনিবার (২৮ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক সুধী সমাবেশে কথা বলেন দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম।

ফয়জুল করীম বলেন, বিএনপি ও আমাদের লক্ষ্য এক, তা হলো বর্তমান সরকারের পদত্যাগ। বিএনপির সঙ্গে আমাদের ঐক্য হবে কি না তা সময়ই বলে দেবে।

দাবি আদায়ে বিএনপির সঙ্গে এক হয়ে আন্দোলন হতেও পারে, কারণ আমাদের দাবিতে ঐক্য আছে।

বিএনপির ডাকা হরতাল প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, বিএনপি যে দাবিতে হরতাল দিয়েছে তা যেন পূরণ হয়। বিএনপির সমাবেশে হামলা চালিয়ে পুলিশ মানবাধিকার লঙ্ঘন করেছে। এটা সংবিধান ও দেশ বিরোধী।


news24bd.tv/আইএএম