সংবর্ধনা দেওয়া হলো ৯৫ ইমামকে 

সংগৃহীত ছবি

সংবর্ধনা দেওয়া হলো ৯৫ ইমামকে 

অনলাইন ডেস্ক

কুমিল্লায় বিভিন্ন মসজিদের ৯৫ জন ইমামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে স্থানীয় সামাজিক সংগঠন ‘জাগরণ’-এর আয়োজনে জেলার ব্রাহ্মণপাড়ায় ইমাম সংবর্ধনা ও কিরাত সম্মেলনে তাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে আমন্ত্রিত কারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে জাগরণ সংগঠনের সভাপতি মোস্তাক আহমেদ সভাপতিত্ব করেন।

সাধারণ সম্পাদক মাওলানা মো. উবায়দুল্লাহ্ এবং ওই সংগঠনের সোহেল রানা ভূইয়া, আজহার মো. জেবুল, মাওলানা জাকির খান সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা দ. জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ মো. আবু জাহের, সিদলাই ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম আলাউল।

এতে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলহাজ মাওলানা মোশতাক ফয়েজী পীর।

অনুষ্ঠানে উপজেলার সিদলাই ইউনিয়নের বিভিন্ন মসজিদে কর্মরত ৯৫ জন ইমামকে সংবর্ধনা প্রদান ও ক্রেস্ট দেওয়া হয়।

এ সময় এই আবেগাপ্লুত হয়ে পড়েন আমন্ত্রিত ইমামরা।

অনুষ্ঠানে শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী, মাওলানা শহীদুল্লাহ্ ফারুকী, মাওলানা রুহুল আমিন, হাফেজ মাওলানা মো. জাহাঙ্গীর আলম খান, কারী মো. আওলাদ হোসেন, কারী মো. ইয়াহিয়াহ আহমদ, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আমরা দুনিয়া ও আখিরাতের কাজ করি ( দ্বীনের পথ) সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ভিপি সরকার জহিরুল হক মিঠুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিশিষ্ট ব্যবসায়ী জাগরণ সংগঠনের উপদেষ্টা শরীফ আহমেদ, শাকির আইটি ও ভিক্টোরিবাংলা কেমিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. শাকিরুল ইসলাম, এসআই মনিরুল ইসলাম, জাগরণের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, আমরা এলাকাবাসী ফেসবুক গ্রুপের এডমিন ইমন ইমরান সরকার, মহিবুর রহমান সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

news24bd.tv/আইএএম