ছাত্রদল সভাপতির গ্রেপ্তারের খবরে বাবার মৃত্যু

সংগৃহীত ছবি

ছাত্রদল সভাপতির গ্রেপ্তারের খবরে বাবার মৃত্যু

অনলাইন ডেস্ক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল কাইয়ুম আবুর গ্রেপ্তারের খবরে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবার মৃত্যু হয়েছে। শনিবার সকালে ছেলের গ্রেপ্তারের খবরে লুৎফর রহমান অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

লুৎফর রহমান (৬৭) পেশায় একজন পল্লী চিকিৎসক। তিনি উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সরদার গ্যারেজ এলাকার বাসিন্দা।  

শ্যামনগর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাসুদুল আলম দোহা জানান, শনিবার রাতে যাত্রাবাড়ী থানা পুলিশ আব্দুল্লাহ কাইয়ুম আবুকে গ্রেপ্তার করেন। ঢাকার মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে বাসে তল্লাশিকালে তার মোবাইলে বিএনপির বিভিন্ন কর্মসূচির তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি আরও বলেন, বাবার জানাজায় অংশ নিতে ছাত্রদল সভাপতির প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়েছে।  

গ্রেপ্তার ছাত্রদল নেতার ভাই সাইফুল ইসলাম জানান, প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর না হলে রোববার আছরের পর জানাজা অনুষ্ঠিত হবে। আর অনুমতি পাওয়া গেলে কাইয়ুমের আসা পর্যন্ত অপেক্ষা করা হবে।

news24bd.tv/AA