নগরবাসীকে অভিনন্দন জানালো জামায়াত!

সংগৃহীত ছবি

নগরবাসীকে অভিনন্দন জানালো জামায়াত!

অনলাইন ডেস্ক

রবিবার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতাল শেষে নতুন কোনও কর্মসূচি দেয়নি জামায়াতে ইসলামী বাংলাদেশ। তবে বিএনপি হরতাল শেষে তিন দিনের অবরোধের ডাক দিয়েছে।

রবিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল রাজধানীতে সর্বাত্মকভাবে সফল হয়েছে দাবি করে নগরবাসীকে অভিনন্দন জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমীর আব্দুর রহমান মূসা এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

বিবৃতিতে তারা বলেন,  সরকার গণআন্দোলনে দিশেহারা হয়ে এখন জনতার ওপর জুলুম-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে।

তারা আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ শীর্ষনেতাদের সম্পূর্ণ অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছে। কিন্তু এসব করে সরকারের শেষ রক্ষা হবে না বরং জনতার উত্তাল স্রোতেই তাদের ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।

তারা সরকারকে জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে অবিলম্বে পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।

news24bd.tv/AA