মাদারীপুরে ঢিলেঢালাভাবে হরতাল পালিত

মাদারীপুরে ঢিলেঢালাভাবে হরতাল পালিত

মাদারীপুর প্রতিনিধি

বিএনপির ডাকা হরতাল মাদারীপুরে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। সকাল থেকেই শহরের ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, আদালত খোলা ছিল। রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল ছিল স্বাভাবিক।

সকালের দিকে দূরপাল্লার বাস চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাস চলাচল বৃদ্ধি পায়।

বিএনপি নেতাকর্মীরা সকালে শহরের রেন্ডিতলা থেকে হরতাল সমর্থনে একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধার কারণে পণ্ড হয়ে যায়। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান বলেন, বিএনপি নেতাকর্মীরা সকালে শহরের রেন্ডিতলা থেকে হরতাল সমর্থনে একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশি বাধার কারণে পণ্ড হয়ে যায়। হরতালের বিপক্ষে আওয়ামী লীগের শান্তি মিছিল অপরদিকে হরতালের বিপক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।

শহরের পুরান বাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি শান্তি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আজাদ মুন্সি, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক