সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ১৪৭ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ১৪৭ নেতাকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

পুলিশের কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৪৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বিকেল থেকে রোববার দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদর, বেলকুচি, উল্লাপাড়া, রায়গঞ্জ, তাড়াশ, এনায়েতপুর, শাহজাদপুর, কাজিপুর, সলঙ্গা, কামারখন্দ ও চৌহালী থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের মধ্যে দলের গুরুত্বপূর্ণ পদধারী বেশ কয়েকজ নেতাও রয়েছে।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সামিউল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,
শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৩৬ জন,
রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ১৮ জন, বেলকুচিতে নাশকতার অভিযোগে বিএনপির ১৯ জন ও জামায়াত-শিবিরের ৯ জন, উল্লাপাড়ায় বিএনপির ১২ ও জামায়াতের ১ জন, তাড়াশে জামায়াত ও বিএনপির ১১ জন,
এনায়েতপুরে বিএনপি জামায়াতের ১০জন, শাহজাদপুরে বিএনপির ৫জন ও জামায়াতের ৪ জন, কাজিপুরের বিএনপির ৭জন, সলঙ্গায় ৭ জন, চৌহালীতে বিএনপির ২জন এবং কামারখন্দে বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে এক বা একাধিক মামলা রয়েছে। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক