স্বাস্থ্যের সাবেক মহাপরিচালক খন্দকার সিফায়েত উল্লাহ মারা গেছেন

সংগৃহীত ছবি

স্বাস্থ্যের সাবেক মহাপরিচালক খন্দকার সিফায়েত উল্লাহ মারা গেছেন

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. খন্দকার মো. সিফায়েত উল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

আগামীকাল সোমবার তার মৃতদেহ গ্রামের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় নিয়ে যাওয়া হবে।

সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

মৃত্যুকালে অধ্যাপক শিফায়েত উল্লাহ স্ত্রী দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার একমাত্র ছেলে খন্দকার মোহাম্মদ সজীব দেশে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। মেয়ে সানজিদা খন্দকার দেশের বাইরে লেখাপড়া করছেন।

অধ্যাপক শিফায়েত উল্লাহর মৃত্যুতে স্বাস্থ্য অধিদফতরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী শোক জানিয়েছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর