বাংলাদেশ আমার দ্বিতীয় দেশ : মসজিদ-ই-নববীর ইমাম

বাংলাদেশ আমার দ্বিতীয় দেশ : মসজিদ-ই-নববীর ইমাম

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশকে দ্বিতীয় দেশ হিসেবে উল্লেখ করলেন মসজিদ-ই-নববীর ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান। বাংলাদেশের জন্য সবসময়ে তিনি দোয়া করেন বলেও জানান তিনি।

রোববার (অক্টোবর ২৯) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইমাম বুয়াইজান। সাক্ষাতের বিষয়ে পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

এসময় ইমাম বুয়াইজান বলেন, সৌদি আরব এবং বাংলাদেশের সীমান্ত অনেক দূরে হলেও মনের দিক থেকে এবং ধর্মের কারণে আমরা অত্যন্ত কাছাকাছি। বাংলাদেশের জন্য দোয়া করি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে নববীর ইমাম বলেন, জানি আপনি আপনার পিতার স্বপ্ন বাস্তবায়নে করছেন। আল্লাহ আপনাকে আরও তৌফিক এবং হায়াত দান করুক।

মসজিদে নববীর ইমামকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনি এসেছেন, আমি এবং বাংলাদেশের জনগণ অত্যন্ত খুশি হয়েছি। আপনার আগমন দেশের জনগণকে অনুপ্রাণিত করবে।

news24bd.tv/FA