ঠাকুরগাঁওয়ে বিএনপি-পুলিশ সংঘর্ষ

ঠাকুরগাঁওয়ে বিএনপি-পুলিশ সংঘর্ষ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে হরতালের সমর্থনে মিছিল বের করলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। পরে একজন বিএনপির কর্মীকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশের বেশ কয়েকজন আহত হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কে এ ঘটনা ঘটে।

হরতাল সমর্থনে রোববার দুপুরে ঠাকুরগাঁও শহরের ফকিরপাড়া এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয়ের উদ্দেশে রওনা হয়। এসময় সাধারণ পাঠাগারের সামনে পুলিশ তাদের বাধা দেয়। বাধা উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা এগিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।

এসময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয় এবং মাহবুব নামে বিএনপির এক কর্মীকে পুলিশ আটক করে।

পরে আবারও বিএনপির নেতাকর্মীর একত্রিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস (টিয়ারসেল) ও রাবার বুলেট নিক্ষেপ করে।

এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছে বলে জানান ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক