বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা নিয়ে যা বললো ইইউ

সংগৃহীত ছবি

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা নিয়ে যা বললো ইইউ

অনলাইন ডেস্ক

বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা ও প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোববার (২৯ অক্টোবর) ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ দূতাবাস তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে শোক প্রকাশ করে।  

এর পাশাপাশি ইইউ একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে মত প্রকাশ করেছে।  

ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ দূতাবাস তাদের এক্সে লিখেছে, ‘ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য রাষ্ট্রগুলো ঢাকার রাজপথে সহিংসতায় প্রাণহানির বিষয়টি দেখে গভীরভাবে মর্মাহত।

’ 

তারা আরও বলেছে, ‘অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ পথ খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ। ’
 
এর আগে গতকাল শনিবার রাজনৈতিক সহিংসতায় হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত আচরণ করার আহ্বান জানান।

ডোনাল্ড লু বলেন, ‘সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহিংসতার সব ঘটনাকে পর্যালোচনা করবে।

news24bd.tv/আইএএম