ইসরায়েলি হামলায় গাজায় জাতিসংঘের ৫৯ কর্মী নিহত

সংগৃহীত ছবি

ইসরায়েলি হামলায় গাজায় জাতিসংঘের ৫৯ কর্মী নিহত

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রতিদিনই বেড়ে চলেছে হতাহতের সংখ্যা। নিহত বেসামরিক নাগরিকদের মধ্যে রয়েছেন জাতিসংঘের কর্মীরাও। গত তিন সপ্তাহ ধরে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থানের ৫৯ কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার এক বিবৃতিতে নিহতের এ সংখ্যা প্রকাশ করেছে জাতিসংঘ।

এতে বলা হয়, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলার কারণে গাজায় ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির (ইউএনআরডব্লিউএ) ৫৯ কর্মী নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা বিবৃতি অনুসারে, গাজায় হামলায় প্রাণ হারানো ইউএনআরডব্লিউএ কর্মীদের স্মরণে সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো বলা হয়, সহকর্মীদের প্রাণহানি বাড়তে থাকায় জাতিসংঘ ও ইউএনআরডব্লিউএর জন্য প্রতিটি দিন এক-একটি অন্ধকার দিন হয়ে আসে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস। এতে এক হাজার ৪০০ জন ইসরায়েলি নিহত হয়। জিম্মি করে নিয়ে আসা হয় দুই শতাধিক মানুষকে। এরপর থেকে গাজায় পাল্টা বোমা হামলা শুরু করে ইসরায়েল। এতে প্রতিদিন বাড়ছে প্রাণহানি।