নির্বাচনের আগে কারিকুলামকে ইস্যু বানানো হচ্ছে: শিক্ষামন্ত্রী 

ফাইল ছবি

নির্বাচনের আগে কারিকুলামকে ইস্যু বানানো হচ্ছে: শিক্ষামন্ত্রী 

অনলাইন ডেস্ক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নির্বাচনের আগে কারিকুলামকে ইস্যু বানানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছেন তারা নোট গাইড, বই ব্যবসায়ী। নতুন কারিকুলাম বাস্তবায়ন হলে নোট গাইড বই কিংবা কোচিং প্রয়োজন হবে না। এখন তারাই অপপ্রচার চালাচ্ছে।

 আজ সোমবার মাতৃভাষা ইন্সটিটিউটে তিনি এসব কথা বলেন তিনি।

বছরের শেষ সময় হরতাল বা সহিংস রাজনৈতির কর্মসূচি দিয়ে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে বলেও অভিযোগ করেন শিক্ষামন্ত্রী। বলেন, শিক্ষার্থীদের জিম্মি করে রাজনৈতিক কর্মসূচি হতে পারে না।

তিনি বলেন, যেকোন রূপান্তরকে মেনে নিতে কষ্ট হয়।

বৈশ্বিক প্রেক্ষাপটে আগামীর উপযোগীতা বিবেচনায় এই শিক্ষাক্রম। কিন্তু এই পাঠ্যবই নিয়ে মিথ্যাচার চলছে। কেউ কেউ ভুল তথ্য উপস্থাপন করছে।  

তিনি বলেন, বিজ্ঞানের নম্বর কমে গিয়েছে বলা হচ্ছে কিন্তু আসল তথ্য হলো নম্বর বিভাজন কোথাও নেই, আছে পারদর্শীতার স্তর।

তিনি আরও বলেন, প্রচুর উপকরণ কিনতে হয় বলা হচ্ছে। কথা হলো ফেলে দেওয়া জিনিস বার বার ব্যবহার করা যায় এমন জিনিস ব্যবহারের কথা বলা হচ্ছে। বলা হচ্ছে, ধর্ম শিক্ষায় লিখিত পরীক্ষা নেই। ধর্ম নিয়ে উস্কানি দিচ্ছেন অপপ্রচারকারীরা।

news24bd.tv/TR